বারহাট্টা প্রতিনিধি:
নেত্রকোণার বারহাট্টায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদের অস্থায়ী হলরুমে আইনশৃঙ্খলা কমিটির সভা উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার এস.এম মাজহারুল ইসলামের সভাপতিত্ব ও সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মাইনুল হক কাসেম। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) সানজিদা চৌধুুরী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনুর আক্তার সায়লা, থানার ওসি মোহাম্মদ লুৎফুল হক, কৃষি অফিসার রাকিবুল হাসান, প্রাণিসম্পদ অফিসার ডাঃ শিহাব উদ্দিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ লতিফুর রহমান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শাহ আব্দুল কাদের, চিরাম ইউনিয়নের চেয়ারম্যান সাইদুর রহমান, বাউসী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ শামছুল হক, বারহাট্টা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফেরদৌস আহমাদ বাবুল প্রমুখ।
এছাড়া অন্যান্য কর্মকর্তা-কর্মচারী ও গণমাধ্যম কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার এস.এম. মাজহারুল ইসলাম বলেন, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে সিসিটিবির কোন বিকল্প নেই। শহরের প্রধান প্রধান পয়েন্টে সিসিটিবি স্থাপন করা খুবই প্রয়োজন। এর মাধ্যমে ছোট বড় সকল প্রকার অপরাধ সনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা যাবে।
সম্পাদক ও প্রকাশক- মুহা. জহিরুল ইসলাম অসীম
অস্থায়ী কার্যালয় : এআরএফবি ভবন, নেত্রকোণা - ময়মনসিংহ রোড, সাকুয়া বাজার মোড়, নেত্রকোণা সদর, নেত্রকোণা-২৪০০। ফোনঃ ০১৭৩৫-০৭৪ ৬০৪, বিজ্ঞাপন: ০১৬৪৫-৮৮ ৪০ ৫০, ই-মেইল: netrokonajournal@gmail.com
সম্পাদক কর্তৃক এআরএফবি ভবন, ময়মনসিংহ রোড, সাকুয়া বাজার, নেত্রকোণা সদর, নেত্রকোণা থেকে সম্পাদিত ও প্রকাশিত..... [সর্বাধিক পঠিত নেত্রকোণার একটি আঞ্চলিক অনলাইন সংবাদমাধ্যম]