
লতিবুর রহমান খান:
নেত্রকোণার বারহাট্টায় ২৫ মার্চ গণহত্যা দিবস উদযাপিত হয়েছে।
শনিবার উপজেলা প্রশাসনের উদ্যোগে দিবসটি উপলক্ষে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদের অস্থায়ী হলরুমে উপজেলা নির্বাহী অফিসার এস.এম. মাজহারুল ইসলামের সভাপতিত্ব ও সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপজেলা কৃষি অফিসার রাকিবুল হাসান, বারহাট্টা থানার ওসি মোহাম্মদ লুৎফুল হক, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ শিহাব উদ্দিন, শিক্ষা অফিসার বিনয় চন্দ্র শর্মা, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শাহ মোঃ আব্দুল কাদের, বারহাট্টা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফেরদৌস আহমাদ বাবুল, সাবেক অবসর প্রাপ্ত ডিএডি বীর মুক্তিযোদ্ধা নূর উদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন।
এছাড়াও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, গণমাধ্যম কর্মী ও সুশীল সমাজের লোকজন উপস্থিত ছিলেন।