
বারহাট্টা প্রতিনিধিঃ
“অন্তর্ভূক্তিমূলক উন্নয়নের জন্য পরিবর্তন মূখী পদক্ষেপ, প্রবেশগম্য ও সমতাভিত্তিক বিশ্ব বিনির্মাণে উদ্ভাবনের ভূমিকা” এই স্লোগানে নেত্রকোনার বারহাট্টায় প্রতিবন্ধীদের সহায়তায় এগিয়ে এসেছে একটি সেচ্ছাসেবী সংগঠন।
নেত্রকোণার বারহাট্রায় রাণীগাঁও অটিজম একাডেমির সহায়তায় ৩১তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৪তম জাতীয় প্রতিবন্ধী দিবস উদযাপন উপলক্ষে প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।
দিবসটি উপলক্ষে বারহাট্টা উপজেলার রাণীগাঁও অটিজম একাডেমির উদ্যোগে শনিবার সকালে চিরাম ইউনিয়নের রাণীগাঁও অটিজম একাডেমির শতাধিক অসহায় শিক্ষার্থীদের মাঝে বাড়ী বাড়ী গিয়ে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
একাডেমির প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক জুলফিকার আলী অপু প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করেন।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, একাডেমির শিক্ষক শিক্ষার্থীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।