
লতিবুর রহমান খানঃ
নেত্রকোণার বারহাট্টায় বিদ্যূৎস্পৃষ্টে সোলেমান (৩২) নামে এক ব্যক্তির মৃত্যূর ঘটনায় ছয় ব্যক্তিকে আসামী করে থানায় মামলা হয়েছে।
সোলেমান উপজেলার সিংধা ইউনিয়নের আলোকদিয়া-লামাপাড়া গ্রামের আব্দুল জব্বারের (৬৫) ছেলে।
জানা যায়, সোলেমান অন্যান্যদিনের মতো গরুর ঘাস কাটার জন্য বৃহস্পতিবার বিকেলের দিকে এলাকার তারাজান বিলে যায়। সেখানে একটি ফিশারীর বিদ্যূতায়ীত তারে লেগে তার মৃত্যূ হয়।
রাত সাড়ে দশটার দিকে বিদ্যূৎ সংযোগ বিচ্ছিন্ন করিয়ে পুলিশ ওই ফিশারীর পানিতে ভাসমান থাকা সোলেমানের লাশ উদ্ধার করে।
এই ঘটনায় পিতা আব্দুল জব্বার বাদী হয়ে শুক্রবার রাতে বারহাট্টা থানায় মামলা দায়ের করেছেন।
মামলায় বলা হয়েছে যে, ধনপুর গ্রামের চাঁন মিয়ার ছেলে লুৎফর (৪০) ও সজিব (২৫) যৌথভাবে এই ফিশারিটি পরিচালনা করেন। ফিশারীর পাশে অরক্ষিতভাবে সংযোগ দেয়া বিদ্যূতের তারে স্পৃষ্ট হয়ে সোলেমানের মৃত্যূ হয়েছে। সোলেমানকে ফিশারীর পানি থেকে উঠানোর চেষ্ঠা করলে শুক্কুর আলী (৩৮) ও ফক্কর মিয়া (২৫) নামে আরো দুইব্যক্তি বিদূৎস্পৃষ্টে আহত হন।
বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বলেন, ময়না তদন্ত শেষে সোলেমানের লাশ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। আসামীদের গ্রেফতারের প্রচেষ্ঠা অব্যাহত আছে ।