
লতিবুর রহমান খান:
“সোনালী আঁশের সোনার দেশ, মুজিব বর্ষে বাংলাদেশ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোণার বারহাট্টায় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের পাট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাট বীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পএর আওতায় তালিকাভ‚ক্ত পাট চাষীদের মাঝে বিনামূল্যে পাট বীজ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার পাট অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এ উপলক্ষ্যে উপজেলা পরিষদের অস্থায়ী হলরুমে আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার এস.এম. মাজহারুল ইসলামের সভাপতিত্ব ও উপ-সহকারি পাট উন্নয়ন কর্মকর্তা মোঃ মিজানুর রহমানের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মাইনুল হক কাসেম।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কৃষি অফিসার রাকিবুল ইসলাম, সিংধা ইউনিয়নের কৃষক শাহ আলম, সাংবাদিক লতিবুর রহমান খান প্রমুখ।