
লতিবুর রহমান খানঃ
নেত্রকোণার বারহাট্টায় শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা এ্যাথলেটিকস প্রতিযোগিতা- ২০২৩ বুধবার স্থানীয় শেখ রাসেল মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের পক্ষ হতে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। উপজেলা পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ মাইনুল হক কাসেম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সকাল এগারটার দিকে প্রতিযোগিতার শুভ উদ্বোধন ঘোষনা করেন।
উপজেলা নির্বাহী অফিসার (চলতি দায়িত্ব) ও সহকারী কমিশনার (ভূমি) সানজিদা চৌধুরী উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
বারহাট্টা সি. কে. পি. পাইলট সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মালেকের সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্বোধনী সভায় অন্যান্যের মধ্যে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহিনুর আক্তার শায়লা, সাংবাদিক ফেরদৌস বাবুল, সাবেক ডিএডি মুক্তিযোদ্ধা মো. নুর উদ্দিন, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক কাজী সাজ্জাদ হোসেন, সাবেক সাধারন সম্পাদক মো. বজলুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।
প্রতিযোগিতার ৩২টি ইভেন্টে উপজেলার বিভিন্ন স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরন করা হয়।