
লতিবুর রহমান খান:
নেত্রকোণার বারহাট্টায় করোনেশন কৃষ্ণ প্রসাদ (সি.কে.পি) সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বারহাট্টা করোনেশন কৃষ্ণ প্রসাদ (সি.কে.পি) সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে এ বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বারহাট্টা করোনেশন কৃষ্ণ প্রসাদ (সি.কে.পি) সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আবদুল মালেকের সভাপতিত্ব ও পিযুষ কান্তি গুণের সঞ্চালনায় বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মাইনুল হক কাসেম।
এছাড়াও উপজেলা নির্বাহী অফিসার এস.এম. মাজহারুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ খায়রুল কবীর খোকন, সাধারণ সম্পাদক ও ৩নং বারহাট্টা সদর ইউনিয়নের চেয়ারম্যান কাজী সাখাওয়াত হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন আজাদ, মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনুর আক্তার সায়লা, সাবেক আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দ্বীপক কুমার সাহা সেন্টু, বারহাট্টা কলেজের উপাধ্যক্ষ মোঃ আব্দুল ওয়াদুদ, প্রেমনগর ছালিপুরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল খায়ের টিটু, বণিক সমিতির সাধারণ সম্পাদক আসমত মোল্লা, সাংবাদিক লতিবুর রহমান খান, রুকুনুজ্জামান খান, ফয়সাল প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে আমন্ত্রিত অতিথিবৃন্দের উপস্থিতিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় স্থানপ্রাপ্তদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।