
লতিবুর রহমান খান :
নেত্রকোণার বারহাট্টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্ম-বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে স্বাস্থ্য সেবা প্রচারণা সপ্তাহ উদযাপিত হয়েছে।
মঙ্গলবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে স্বাস্থ্য সেবা কমপ্লেক্স এর সভাকক্ষে স্বাস্থ্যসেবা সপ্তাহে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদের চেয়ারম্যান মাইনুল হক কাসেমের সভাপতিত্ব ও মেডিকেল অফিসার ডাঃ তন্বী হাওলাদারের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এস.এম. মাজহারুল ইসলাম।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোস্তাফিজুর রহমান, অবস ও গাইনী বিভাগের জুনিয়র কনসালটেন্ট ডাঃ ইশরাত জাহান স্বর্ণা, মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শাহ আব্দুল কাদের, শিক্ষা অফিসার বিনয় চন্দ্র শর্মা, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শাহ আলম, বারহাট্টা সি.কে.পি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আব্দুল মালেক বারহাট্টা প্রেসক্লাসের সাধারণ সম্পাদক ফেরদৌস আহমাদ বাবুল, অবসর প্রাপ্ত ডিএডি বীর মুক্তিযোদ্ধা নূর উদ্দিন প্রমুখ।