
লতিবুর রহমান খান:
নেত্রকোণার বারহাট্টায় মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ভূমিহীন-গৃহহীন পরিবারকে ৪র্থ পর্যায়ে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন উপলক্ষ্যে প্রেস রিলিজ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ১১টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসারের অফিস কক্ষে এ প্রেস রিলিজ অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার এস.এম. মাজহারুলের সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বারহাট্টা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফেরদৌস আহমাদ বাবুল, সাংবাদিক রুকুনুজ্জামান খান, আজিজুল হক ফারুক, মোখলেছুর রহমান হীরা, আফজল হোসেন, মামুন কৌশিক, নাজমুল প্রমুখ।
“মুজিববর্ষে একজন মানুষও গৃহহীন থাকবে না” মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে ঘোষিত এই কর্মসুচি বাস্তবায়নের লক্ষে সারাদেশের ন্যায় নেত্রকোণা জেলার বারহাট্টা উপজেলাও কার্যক্রম শুরু হয়। শুরু হয় গৃহ নির্মাণ খাস জমি চিহ্নিতকরণ, অবৈধ দখলদারদের দখল হতে খাস জমি উদ্ধার, প্রকৃত উপকারভোগী নির্বাচন, সঠিক মান ও ডিজাইন অনুসরণপুর্বক নির্দিষ্ট সময়ের মধ্যে গৃহ নির্মান সম্পন্ন, ২ শতাংশ জমি বন্দোবস্ত, কবুলিয়ত রেজিষ্ট্রেশন এবং জমিসহ সেমিপাকা গৃহ হস্তান্তর কার্যক্রম।
এছাড়া যেখানে খাস জমি নেই সেখানে বেসরকারিভাবে জমি দানের মাধ্যমে জমি সংস্কার করে ভূমিহীনদের মধ্যে জমি বন্দোবস্ত ও গৃহ নির্মাণ করে দেওয়া হয়।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় নেত্রকোণা জেলার বারহাট্টা উপজেলা টাস্কফোর্স কমিটির সভার মাধ্যমে এই পর্যন্ত মোট ১৮০ (একশ আশি) টি পরিবারকে “ক” শ্রেণির ভূমিহীন ও গৃহহীন পরিবারে হিসেবে চিহ্নিত করা হয়। তন্মধ্যে ১ম পর্যায়ে ৪৫ টি, ২য় পর্যায়ে ২৫টি, ৩য় পর্যায়ে ৫০ টি গৃহ নির্মাণের মাধ্যমে এই পর্যন্ত ১২০ টি “ক” শ্রেণির ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ২ শতাংশ জমিসহ গৃহ মালিকানাসহ হস্তাস্তর করা হয়েছে।
আগামী ২২ মার্চ ২০২৩ তারিখ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশের ন্যায় “ক” শ্রেণির ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে নেত্রকোণার বারহাট্টায় ৩য় পর্যায়ের অবশিষ্ট ও ৪র্থ পর্যায়ের মোট ৬০ (ষাট)টি পরিবারের অনুকুলে গৃহ হস্তান্তর করবেন।
একই সাথে উপকারভোগী পরিবারের নিকট জমির কবুলিয়ত দলিল ও খতিয়ান প্রদান করা হবে।
উক্ত দিন মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক নেত্রকোণা জেলার বারহাট্টা উপজেলা ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষনা করা হবে। আগামী ২২ মার্চ ২০২৩ তারিখ বুধবার জেলা পরিষদ অডিটরিয়াম কাম মাল্টিপরপাস হলরুমে সকাল ৯ ঘটিকা হতে স্থানীয় ভাবে অনুষ্ঠান শুরু হবে। ঐ দিনই বেলা ১০:৩০টায় মাননীয় প্রধানমন্ত্রী গণভবন প্রান্ত থেকে যুক্ত হয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বারহাট্টা উপজেলার ৬০টি (ষাট)টি উপকারভোগী পরিবারের মাঝে গৃহ হস্তান্তর করবেন।