বারহাট্টা উপজেলার নতুন কমপ্লেক্সের ৮তলা ফাউন্ডেশন বিশিষ্ট ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন উদ্বোধন

প্রকাশিত: ১১:৪৪ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২২, ২০২৪

লতিবুর রহমান খানঃ
নেত্রকোণার বারহাট্টা উপজেলা কমপ্লেক্সের সম্প্রসারণ প্রকল্পের আওতায় প্রশাসনিক ভবন ও হল রুমের ৮তলা ফাউন্ডেশন বিশিষ্ট নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।

বৃহস্পতিবার উপজেলা পরিষদ প্রাঙ্গণে নেত্রকোণা- বারহাট্টা আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু প্রধান অতিথি হিসেবে এ কাজের শুভ উদ্বোধন করেন।

প্রশাসনিক ভবন ও হল রুমের নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন উপলক্ষে উপজেলা পরিষদের অস্থায়ী হলরুমে উপজেলা চেয়ারম্যান মাইনুল হকের সভাপতিত্ব ও সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পরিকল্পনা কমিশন পানি সম্পদ ও পল্লী প্রতিষ্ঠান বিভাগের সচিব এ.কে.এম ফজলুল হক, পরিকল্পনা কমিশনের সচিব সুমি মজুমদার, উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার ববি, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক এডভোকেট শামছুর রহমান লিটন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি খায়রুল কবীর খোকন, সাধারণ সম্পাদক কাজী সাখাওয়াত হোসেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শাহ মোঃ আব্দুল কাদের প্রমুখ।

এছাড়াও জেলা আওয়ামীলীগ, উপজেলা আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ, বিভিন্ন অফিসের কর্মকর্তাসহ প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।