বারহাট্টা উপজেলা চেয়ারম্যান মাইনুল হক কাসেমের গণসংযোগ ও দোয়া মাহফিল

প্রকাশিত: ৪:৩০ অপরাহ্ণ, মার্চ ২৫, ২০২৪

লতিবুর রহমান খানঃ
নেত্রকোণার বারহাট্টায় আসন্ন উপজেলা পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী উপজেলার পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জননেতা মোঃ মাইনুল হক কাসেমের গণ সংযোগ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার বিকালে উপজেলার বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগসহ ভোটারদের সঙ্গে মতবিনিময় ও দোয়া মাহফিল করেন। উপজেলার সিংধা চৌরাস্তা মসজিদ, আলোকদিয়া বড় মসজিদ, গেরিয়া জামে মসজিদ ও হুজরাবাড়ী জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় তার সঙ্গে দলীয় নেতা-কর্মীসহ তার বিভিন্ন সমর্থক উপস্থিত ছিলেন। হুজরবাড়ী উচ্চ বিদ্যালয়ে দোয়া মাহফিলে উপজেলা চেয়ারম্যান মাইনুল হক কাসেম বলেন, আমি বর্তমানে চেয়ারম্যানের দায়িত্ব পালন করে যাচ্ছি। চেয়ারম্যানের দায়িত্ব পালন করাকালীন সময়ে উপজেলার মানুষের সঙ্গে সুখে-দুঃখে ছিলাম, বর্তমানে আছি, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে যদি আপনারা আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করেন আমি আবারও আমার শ্রম, ঘাম ও মেধা দিয়ে আমি আমার উপজেলাবাসীর জন্য সক্রিয় ভাবে কাজ করে যাবো।

এছাড়াও সকলের স্বাস্থ্য সেবা নিশ্চিত, খাদ্য, বস্ত্র ও বাসস্থানের ব্যবস্থা করবো। আর নারী নির্যাতন রোধ, সন্ত্রাস মুক্ত, বেকার সমস্যা সমাধাণ, রাস্তা-ঘাটের উন্নয়নসহ উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে উন্নয়নমূলক কাজ করবো। আর বারহাট্টা উপজেলাকে একটি আধুনিক মডেল উপজেলায় রূপান্তিত করবো। এ জন্য তিনি দলীয় নেতা-কর্মীসহ দলমত নির্বিশেষে সকলের দোয়া ও আশীর্বাদ কামনা করেছেন।