বারহাট্টা উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী হলেন যারা

প্রকাশিত: ৩:৪৬ অপরাহ্ণ, মে ২২, ২০২৪

লতিবুর রহমান খানঃ
নেত্রকোনার বারহাট্টা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানসহ তিন পদে বিজয়ী প্রার্থীদের ফলাফল ঘোষণা করা হয়েছে।

এতে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন কাজী সাখাওয়াত হোসেন। তিনি সদর ইউনিয়নের পর পর তিন বারের চেয়ারম্যান ও বর্তমান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

ভাইস চেয়ারম্যান পদে সাবেক যুবলীগের যুগ্ম আহ্বায়ক মোঃ শাহিনুর রহমান শাহীন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে সাহতা ইউনিয়নের ডেমুরা গ্রামের মোঃ সিরাজুল ইসলামের মেয়ে রুবি আক্তার মিষ্টি।

মঙ্গলবার রাতে ভোট গণনা পরবর্তী প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে বেসরকারিভাবে তাদের নির্বাচিত ঘোষণা করেন উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার ফারজানা আক্তার ববি।

এর আগে ঐদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শান্তিপূর্ণভাবে টানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

বেসরকারিভাবে ঘোষিত ফলাফল অনুযায়ী, চেয়ারম্যান পদে কাজী সাখাওয়াত হোসেন ঘোড়া প্রতীকে ৪২ হাজার ১০০ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী খায়রুল কবীর খোকন মোটর সাইকেল প্রতীকে পেয়েছেন ৩০ হাজার ৯২৯ ভোট।

ভাইস চেয়ারম্যান পদে মোঃ শাহীনুর রহমান শাহীন মাইক প্রতীকে ৩৯ হাজার ৪৩২ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আশরাফুজ্জামান নয়ন ফকির তালা প্রতীকে ভোট পেয়েছেন ২৪ হাজার ২৭২ ভোট।

অন্য প্রার্থী রুবেল হোসেন টিউবওয়েল প্রতীকে পেয়েছেন ৮ হাজার ১৮৫ ভোট। উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে রুবি আক্তার মিষ্টি ফুটবল প্রতীকে ২৪ হাজার ০২ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সন্ধ্যা রানী পদ্মফুল প্রতীকে পেয়েছেন ১২ হাজার ৮১৪ ভোট।

এ ছাড়াও অন্য প্রতিদ্বন্দ্বী প্রার্থী শাহিনুর আক্তার সায়লা বৈদ্যুতিক পাখা প্রতীকে ভোট পেয়েছেন ৯ হাজার ৭১৪ ভোট। খাদিজা আক্তার হাঁস প্রতীকে পেয়েছেন ১১ হাজার ২৯৩ ভোট। মোসাঃ খেলন আক্তার কলস প্রতীকে পেয়েছেন ৮ হাজার ৪৯৩ ভোট ও স্বাধীনা আক্তার সেলাই মেশিন প্রতীকে ভোট পেয়েছেন ৫ হাজার ১১৭ ভোট।

২১ মে ২০২৪ বারহাট্টা উপজেলা পরিষদ নির্বাচনে মোট ৪৯টি কেন্দ্রে ১ লাখ ৫৭ হাজার ৫২৭ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ৭৪ হাজার ৩৯০ ভোটা। বৈধ ভোটের সংখ্যা ৭৩ হাজার ২৯ ভোট। বাতিলকৃত ভোটের সংখ্যা ১ হাজার ৩৬১ ভোট। ভোটের হার শতকরা ৪৭.২২ শতাংশ।