বারহাট্টা উপজেলা বাল্য বিবাহ নিরোধ কমিটির সাথে ব্র্যাকের সমন্বয় সভা অনুষ্ঠিত
লতিবুর রহমান খানঃ
নেত্রকোণার বারহাট্টায় উপজেলা বাল্য বিবাহ নিরোধ কমিটির সাথে ব্র্যাকের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার উপজেলা প্রশাসনের উদ্যোগে ও ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির সহযোগিতায় আলোচনার সভার আয়োজন করা হয়।
উপজেলা পরিষদের অস্থায়ী হলরুমে উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার ববির সভাপতিত্ব ও সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মাইনুল হক কাসেম। অন্যদের মধ্যে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোস্তাফিজুর রহমান, ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন আজাদ, মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনুর আক্তার সায়লা, উপজেলা প্রকৌশলী অমিত চন্দ্র দে, প্রাণিসম্পদ কর্মকর্তা শিহাব উদ্দিন, প্রকল্প বাস্তবায়ন কর্মককর্তা লতিফুর রহমান, ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইন সুরক্ষা কর্মসূচির জেলা ব্যবস্থাপক নাসির উদ্দিন, বারহাট্টা উপজেলা অফিসার সেলপ স্বপ্না দাস প্রমুখ বক্তব্য রাখেন।