বারহাট্টা এ.কে. খান দাখিল মাদরাসায় সুপারসহ তিন জনের যোগদান

প্রকাশিত: ১১:৫২ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৬, ২০২৩

বারহাট্টা প্রতিনিধিঃ নেত্রকোনার বারহাট্টায় ঐতিহ্যবাহী ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান বারহাট্টা এ.কে. খান দাখিল মাদরাসায় সুপার পদে যোগদান করেছেন সদ্য নিয়োগপ্রাপ্ত মুহাম্মদ অলি উল্লাহ।

তিনি পূর্বে তিল সিন্দুর ও.এস. দাখিল মাদরাসায় সহকারি সুপারের দায়িত্বে ছিলেন। পাশাপাশি কম্পিউটার ল্যাব অপারেটর পদে মোঃ মিজানুর রহমান ও আয়া পদে বিথী আক্তার একই দিনে যোগদান করেছেন।

মঙ্গলবার বিকালে আনুষ্ঠানিক ভাবে তাদের যোগদানের আয়োজন করা হয়।

বারহাট্টা এ.কে. খান দাখিল মাদরাসার সুপারের কার্যালয়ে আয়োজিত যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারহাট্টা এ.কে. খান দাখিল মাদরাসার সভাপতি ইসরাত জাহান খান, সহকারি সুপার মোঃ আব্দুর কাদির খান, সহকারী মৌলভী ছাইদুল হক, আব্দুল বারী, সহকারী শিক্ষক মোঃ মোস্তাফিজুর রহমান, সাবেরা সুলতানা লাকী, ইবতেদায়ী শিক্ষক জহিরুল ইসলাম, হাফেজ মোঃ মজিবুর রহমান প্রমুখ।

এছাড়াও দাখিল মাদরাসার বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারিবৃন্দ উপস্থিত ছিলেন।

এ.কে. খান দাখিল মাদরাসার সভাপতি ইসরাত জাহান খান বলেন, আমাদের এই প্রতিষ্ঠানটি বারহাট্টা সদরের প্রাণ কেন্দ্র ঘেষা একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। আমাদের এ প্রতিষ্ঠানে দীর্ঘ দিন যাবৎ সুপারের পদসহ অন্যান্য কয়েকটি পদ শূন্য ছিল। সরকারি বিধি মোতাবেক ডিজির প্রতিনিধির উপস্থিতিতে স্বচ্ছ নিয়োগ পরীক্ষা নিয়ে এ প্রতিষ্ঠানে একজন যোগ্য সুপারসহ একজন কম্পিটউটার ল্যাব অপারেটর ও একজন আয়া পদে যোগদান দিতে পেরে আমি খুবই আনন্দিত।

সদ্য যোগদানকৃত সুপার মুহাম্মদ অলি উল্লাহ বারহাট্টা এ.কে. খান দাখিল মাদরাসার পাঠদানের মান আরোও গতিশীল করার করার লক্ষ্যে অত্র প্রতিষ্ঠানের সকল শিক্ষক-কর্মচারীর সহযোগিতা কামনা করেন।