বারহাট্টা গণজাগরণের শিল্প আন্দোলন নাট্যোৎসব মিনারের আত্মকথা অনুষ্ঠিত হয়েছে
লতিবুর রহমান খানঃ নেত্রকোণার বারহাট্টায় গণজাগরণের শিল্প আন্দোলন নাট্যোৎসব মিনারের আত্মকথা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে কংস থিয়েটার বারহাট্টার পরিবেশনায় বারহাট্টা কেন্দ্রীয় শহিদ মিনার চত্বরে, বারহাট্টা স্মৃতিসৌধ চত্ত্বরে, বারহাট্টা রেলওয়ে স্টেমন ফ্ল্যাটফর্মে এ নাটক অনুষ্ঠিত হয়।
নাটকটির রচনায় আনোয়ার আলী ও নির্দেশনায় ছিলেন কংস থিয়েটারের সাধারণ সম্পাদক প্রদীপ কুমার সরকার শ্যামল।
অভিনয়ে ছিলেন আজিজুল হক ফারুক, মিহির রঞ্জন সরকার, প্রবীর দেবনাথ, পাপন প্রমুখ।
বারহাট্টা কেন্দ্রীয় শহিদ মিনার চত্বরে নাটক মঞ্চায়নেকালে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মাইনুল হক কাসেম, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কংস থিয়েটারের সভাপতি মোখলেছুর রহমান খান, শিক্ষক মানস গুণ উপস্থিত ছিলেন।
এছাড়াও সুশীল সমাজের লোকজন ও নাট্যাৎসব প্রেমীরা উপস্থিত ছিলেন।