বারহাট্টা নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস

প্রকাশিত: ১০:০১ পূর্বাহ্ণ, জুলাই ৫, ২০২৪

লতিবুর রহমান খানঃ
নেত্রকোনার বারহাট্টায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। পরে সেগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে উপজেলার সিংগুয়ার বিলে নিষিদ্ধ জাল জব্দে অভিযান চালান উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার ববি।

এ অভিযান পরিচালনাকালে বিল থেকে ৩০টি চায়না দুয়ারি জাল ও ১০টি কারেন্ট জাল জব্দ করা হয়। তবে অভিযান টের পেয়ে অসাধু মাছ শিকারিরা আগেই সটকে পড়েন। পরে সন্ধ্যায় জব্দকৃত জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। এসব জালের আনুমানিক বাজার মূল্য ১ লাখ ২০ হাজার টাকা বলে জানা গেছে।

উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার ববি জানান, এসব নিষিদ্ধ জাল ব্যবহারের কারণে দেশীয় প্রজাতির মাছ ধ্বংস হয়ে যাচ্ছে। দেশীয় প্রজাতির মাছ রক্ষায় চায়না দুয়ারি জালসহ সকল ধরণের ক্ষতিকর জাল ব্যবহার পরিহার করতে হবে। এ বিষয়ে সবাইকে সচেতন হতে হবে। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।