বারহাট্টা ২য় ধাপে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে জামানত হারালেন চার প্রার্থী
লতিবুর রহমান খানঃ
নেত্রকোণার বারহাট্টা উপজেলা পরিষদ নির্বাচনে নির্ধারিত ভোট না পাওয়ায় বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যানসহ চার প্রার্থী জামানত হারিয়েছেন।
তারা হলেন- বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনুর আক্তার শায়লা, মোছাঃ খেলন আক্তার খাতুন,স্বাধীনা বেগম ও ভাইস চেয়ারম্যান মোঃ রুবেল হোসেন।
নির্বাচনী বিধি অনুযায়ী, উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদের জন্য একজন প্রার্থীকে নির্বাচন কমিশনের (ইসি) অনুকূলে ১ লাখ টাকা জমা দিতে হয়। আর ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদের জন্য ৭৫ হাজার টাকা জমা দিতে হয়।
নির্বাচনে কোনো নির্বাচনী এলাকার প্রদত্ত ভোটের ১৫ শতাংশ ভোট যদি কোনো প্রার্থী না পান, তাহলে তাঁর জামানত বাজেয়াপ্ত হয়। গত ২১ মে দ্বিতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে বারহাট্টা উপজেলায় দুই প্রার্থী চেয়ারম্যান পদে নির্বাচন করেন।
উপজেলার মোট ভোটার ১ লাখ ৫৭ হাজার ৫২৭ জন। নির্বাচনে ৪৯টি কেন্দ্রে ৭১৪৩১ জন ভোট দেন। ৪ ভাইস চেয়ারম্যান প্রার্থীর মধ্যে বর্তমান মহিলা ভাইস বৈদ্যুতিক পাখা প্রতীক নিয়ে ৯৭১৪ ভোট, মোছাঃ খেলন আক্তার খাতুন কলসি প্রতীক নিয়ে ৮৪৯৩ ভোট,স্বাধীনা বেগম সেলাইমেশিন প্রতীক নিয়ে ৫১১৭ ভোট এবং ভাইস চেয়ারম্যান পদে মোঃ রুবেল হোসেন টিউবওয়েল প্রতীক নিয়ে ৮১৮৫ ভোট পেয়েছেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা সঞ্জীব কুমার সরকার জানান, মোট ভোটের ১৫ শতাংশ ভোট পেলে প্রার্থী তাঁর জামানত ফেরত পাবেন। এ হিসাবে চার প্রার্থী প্রদত্ত ভোটের ১৫% ভোট না পাওয়ায় জামানত ফেরত পাবেন না।
এ নির্বাচনে কাজী সাখাওয়াত হোসেন চেয়ারম্যান, শাহিনুর রহমান শাহীন ভাইস চেয়ারম্যান ও রুবি আক্তার মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।