বালুবাহী ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত
রাজেশ গৌড়ঃ
নেত্রকোনার দুর্গাপুরে বালুবাহী ট্রাকের ধাক্কায় আশরাফুল মিয়া (২২) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।
আজ বুধবার রাতে দুর্গাপুর-শ্যামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের নোয়াপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এ রিপোর্ট লিখা পর্যন্ত লাশ ঘটনাস্থলেই রয়েছে।
নিহত চালক আশরাফুল মিয়া উপজেলার বিরিশিরি ইউনিয়নের পলাশকান্দি গ্রামের রইছউদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানায়,নোয়াপাড়া এলাকায় সড়কের উপর ট্রাক রেখে বালু লোডিং করা হচ্ছিল পাশ দিয়ে মোটরসাইকেলটি ঝানজাইলের দিকে যাচ্ছিল। এ-সময় বালুবাহী একটি ট্রাক পেছন দিক থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক মারা যান।
এ ব্যাপারে দুর্গাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) ছানোয়ার মিয়া জানান,ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। নিহতের সুরতহালের প্রস্তুতি চলছে। পরবর্তী আইনী কার্যক্রম চলমান রয়েছে।