বিরহী কবি মাজেদুল হক

প্রকাশিত: ৩:৪৮ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৩১, ২০২৩

মাজেদুল হকঃ
পূর্ণ নাম – শেখ মোহাম্মদ মাজেদুল হক বা এস এম মাজেদুল হক ওরফে মাজেদ, সাহিত্যাঙ্গণে সু-পরিচিত নাম- মাজেদুল হক ; “বিরহী কবি” হিসেবে সমধিক খ্যাত ও সমাদৃত।

বিরহী কবি মাজেদুল হক বৃহত্তর ময়মনসিংহে নেত্রকোণা জেলার সদর উপজেলাধীন ১১নং কে,গাতী ইউনিয়নের পাটলী গ্রামে ১৯৭৭ইং ৩ জুলাই (১৯ আষাঢ়) সম্ভ্রান্ত এক মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন।

পিতা – এস এম কিতাব আলী, মাতা- বেগম আয়েশা খাতুন। পড়াশোনা – বি,এ। পেশা – লাইভস্টক ফিল্ড ফ্যাসিলিটেটর (এল এফ এফ) প্রাণিসম্পদ দপ্তর। চার ভাইবোনের মাঝে কবি,মা-বাবার প্রথম পুত্র, দ্বিতীয় সন্তান।

কিশোর বয়স থেকেই কবির লেখার হাতেখড়ি, কবি মাজেদুল হক, কবিতা,ছড়া, গান, ছোটগল্প,প্রবন্ধ ও উপন্যাস লিখছেন, বি,এ, অধ্যয়নরত কালে তাঁর লেখা পত্রিকা ও ম্যাগাজিনে প্রথম প্রকাশিত হয়েছে ; এখনও বিভিন্ন ম্যাগাজিন এবং স্থানীয় ও জাতীয় পত্রিকায় প্রকাশিত হচ্ছে।

কবির কবিতায় খুঁজে পাওয়া যায় বিভিন্ন ছন্দের ঝংকার, প্রথাগত ছন্দের কবিতা লিখেই কবি ক্ষান্ত হননি, তিনি সৃষ্টি করেছেন নতুন নতুন ছন্দ কাঠামো। ছন্দ নিয়ে কবির গবেষণা দীর্ঘ দিনের তাই তিনি ছন্দে পারদর্শী। অভিজ্ঞ ছান্দসিক কবিদের তালিকায় কবি মাজেদুল হক অনন্য।

লোকসাহিত্য নিয়ে কবি মাজেদুল হক এর গবেষণা অব্যাহত আছে, তিনি লোকসাহিত্য সংগ্রহ করে তার বিশ্লেষণ মুলক গবেষণা করেছেন।

কবির কবিতা ও ছড়া আবৃত্তি করে প্রতিবছর স্কুল-কলেজের ছাত্র-ছাত্রী অর্জন করছে বার্ষিক পুরষ্কার। দেশের বিভিন্ন জেলা থেকে অনেক আবৃত্তি শিল্পী নিয়মিত কবির কবিতা আবৃত্তি করছেন এবং দেশের বাহিরের সুদূর ভারত থেকেও বেশকিছু আবৃত্তি শিল্পী কবির কবিতা আবৃত্তি করেছেন, এসব আবৃত্তির ভিডিও “বিরহী কবি মাজেদুল হক” শিরোনামের ইউটিউব চ্যানেলে সংরক্ষণ করা হয়েছে।

মুক্তির আশা ও নেত্রের আশা পত্রিকার উদ্যোগে ছড়া প্রতিযোগিতায় “শ্রেষ্ঠ ছড়াকার” নির্বাচিত হওয়ায় নেত্রকোণা জেলা প্রেসক্লাবে জনসমাবেশে (০৪-১১-২০১৭) ইং তারিখে তৎকালীন দ্বায়িত্বরত জেলা প্রশাসক জনাব ডক্টর মুশফিকুর রহমান কবির হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন এবং বিশিষ্ট শিক্ষাবিদ ও প্রাবন্ধিক অধ্যাপক যতীন সরকার কবিকে উত্তরীয় পড়িয়ে আশির্বাদ করেন, সেদিন থেকেই কবির কবি প্রতিভার বিকাশ ও প্রচার ঘটে চতুর দিকে।

“কলম একাডেমি লন্ডন” ও “কলম টিভি’র ” প্রতিষ্ঠাতা পরিচালক অধ্যাপক নজরুল ইসলাম হাবিবী আন্তর্জাতিক পরিসরে (১২-১১-২০২৩)ইং তারিখে কলম টিভি’র এক আলোচনা অনুষ্ঠানে “বিরহী কবি মাজেদুল হক “হিসেবে স্বীকৃতি প্রধান করলেন এবং তিনি তাঁর নিজ কন্ঠে একটি বিডিও বার্তা দিলেন আর সেই বিডিও বার্তা টি “বিরহী কবি মাজেদুল হক” শিরোনামের ইউটিউব চ্যানেলে সংরক্ষণ করা আছে।

নেত্রকোণা জেলার স্বনামধন্য সাহিত্য সংগঠন “হাজার কবির কবিতা”-এর প্রতিষ্ঠাতা পরিচালক জনাব জহিরুল ইসলাম (০৪-০৯-২০২৪) ইং তারিখে বিরহী কবি মাজেদুল হক কে “জহিরুল ইসলাম সাহিত্য পুরষ্কার” ঘোষণা করেন।

ইতিমধ্যে শতাধিক সাহিত্য সংকলনে কবির লেখা প্রকাশিত হয়েছে এবং নিয়মিত প্রতিবছর বিভিন্ন সংকলনে যুক্ত হচ্ছে কবির লেখা।

কবির লেখায় পাওয়া যায় অসহায় বঞ্চিত মানুষের কষ্টের আর্তনাদ ও প্রীতি প্রণয়ের বিরহ ব্যথা তাই পাঠক মহলে তিনি ” বিরহী কবি ” হিসেবেই সুপরিচিত।

প্রকাশিত গ্রন্থ – কাব্য বলাকা, স্বপ্ন দিগন্ত, স্বদেশের মায়া, ফুলঝুড়ি, নেত্র চয়ন, নির্বাচিত একশো কবিতা, চোখের জলে নদী (২০২১ ইং)বইমেলা। অচিরেই প্রকাশিত হবে কবির লেখা ছড়াগ্রন্থ, কবিতাগ্রন্থ, গল্পগ্রন্থ ও উপন্যাস।