বুয়েটে ভর্তি পরীক্ষায় দ্বিতীয় আটপাড়ার হাবিবুল্লাহ
ইকবাল ভূইয়াঃ
নেত্রকোণার আটপাড়া উপজেলার কৃতি সন্তান হাবিবুল্লাহ খান মুন্না বুয়েটে মেধা তালিকায় দ্বিতীয় স্হান অধিকার করায় আনন্দে ভাসছে আটপাড়া উপজেলা সহ সারা জেলাবাসী।
সে উপজেলার শুনই ইউনিয়নের গোয়াতলা গ্রামের আব্দুল আজিজ খান এঁর নাতি ও ঢাকা আদমজী ক্যান্টনম্যান্ট কলেজের সহযোগী অধ্যাপক আব্দুল মান্নান খান এঁর একমাত্র সন্তান হাবিবুল্লাহ খান মুন্না।
সে গত ২০২৩ সালে ঢাকা নটরডেম কলেজ থেকে গোল্ডেন এ+পেয়ে ঢাকা বোর্ডে মেধা তালিকায় ২১তম স্হান দখল করে নেয়।
ইতিপূর্বে সে এডমিশন পরিক্ষায় Bup তে মেধাতালিকায় ৫ম স্হান, মেডিকেলে চান্স, ঢাকা বিশ্ববিদ্যালয়ে IBA ও MIST তে ৩২তম স্হান দখল করে। সব শেষে বুয়েটে মেধাতালিকায় ২য় স্হান দখল করে সারা দেশে তাক লাগিয়ে দিল।
এতে তার পরিবার,আত্বীয়স্বজন সহ পুরো জেলাবাসী আনন্দে ভাসছে। সে সকলের কাছে দোয়া প্রার্থী।