
নেজা ডেস্ক রিপোর্ট :
বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) এর নির্বাহী প্রধান, সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী সৈয়দা রিজওয়ানা হাসান এর উপর চট্টগ্রামের বর্বরোচিত হামলার প্রতিবাদে নেত্রকেণাায় মানববন্ধন করা হয়েছে। বুধবার (১ফেব্রুয়ারী) সকাল ১১টার দিকে জেলা প্রেসক্লাব সড়কে এ মানববন্ধন এর আয়োজন করে বেলার নেটওয়ার্ক মেম্বার ও জেলার পরিবেশবাদী কর্মীরা।
জেলা প্রেসক্লাবের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরীর সভাপতিত্বে ও এআরএফবি চেয়ারম্যান জ্যেষ্ঠ সাংবাদিক ও পরিবেশবাদী কর্মী দিলওয়ার খান এর সঞ্চালনায় ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম. মুখলেছুর রহমান খান, সমাজ সেবক ও সংস্কৃতি ব্যক্তিত্ব মির্জা আব্দুল কুদ্দুস, মানবাধিকার ও পরিবেশকর্মী এম.কিবরিয়া চৌধুরী হেলিম, এআরএফবি ভাইস চেয়ারম্যান আকম আলতাবুর রহমান কাশেম, বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপার আহবায়ক ভজন দাস, নেত্রকোণা শিক্ষা, সংস্কৃতি পরিবেশ বৈচিত্র রক্ষা কমিটির সভাপতি অধ্যাপক নাজমুল হক সরকার, বেলার নেটওয়ার্ক সদস্য কৃষিবিদ মো: মোস্তাসিম বিল্লাহ, বেনেজিতা ঘাগ্রা, প্রথম আলোর প্রতিনিধি পল্লব চক্রবর্তী, ইকবাল হাসান, সুমন খান প্রম‚খসহ পরিবেশ কর্মীগণ।
এসময় হামলায় জড়িতদের দৃষ্টান্তম‚লক শাস্তি দাবী করে পরিবেশ নিয়ে কাজ করা সকল সংগঠনের নিরাপত্তা নিশ্চিত করার দাবী জানিয়ে বক্তব্য রাখেন বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দসহ নানা শ্রেণি পেশার মানুষ।