বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল কেন্দ্রীয় সংসদে যুগ্ম সম্পাদক হসিবেে নির্বাচিত বারহাট্টার আকাশ

প্রকাশিত: ৮:২৭ পূর্বাহ্ণ, আগস্ট ২৯, ২০২৩

লতিবুর রহমান খানঃ
দীর্ঘ প্রায় এক বছর পর গত ২৫ আগস্ট বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছে। পূর্বে গত বছরের ৩০ জুন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ এবং সাধারণ সম্পাদক সাইফ মাহামুদ জুয়েল স্বাক্ষরিত কমিটিতে মোঃ আবু হোরায়রাকে সভাপতি এবং এম. রাজিবুল ইসলাম তালুকদার বিন্দুকে সাধারণ সম্পাদক বেসরকারি বিশ^বিদ্যালয় ছাত্রদলের সুপার ফাইভ কমিটি ঘোষণা করা হয়।

জানা যায়, গত ২৫ আগস্ট জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ খান এবং সম্পাদক সাইফ মাহামুদ জুয়েলের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বেসরকারী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। উক্ত কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়া মীর মাহমুদুল হাসান আকাশ নেত্রকোনা জেলা বারহাট্টা উপজেলার বর্ষিয়ান রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা মীর আব্দুল কাদের এর কনিষ্ঠ পুত্র এবং নেত্রকোণা জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ সোলায়মান হাসান রুবেলের সহোদর ছোট ভাই।

অভিব্যক্তি প্রকাশ করতে গিয়ে আকাশ বলেন- চলমান গণতান্ত্রিক আন্দোলন ত্বরান্বিত করার লক্ষ্যে আমার উপর অর্পিত পবিত্র দায়িত্ব নিষ্ঠা ও সততার সঙ্গে পালন করবো। বাংলাদেশের গণতন্ত্র পুনঃ প্রতিষ্ঠার লড়াইসহ অতীতের মতো সব গণতান্ত্রিক এবং সাধারণ ছাত্রদের অধিকার আদায়ের লক্ষ্যে জীবনের সর্বোচ্চ ঝুঁকি নিয়ে কাজ করে যাবে।