বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলা কমিটি থেকে পদত্যাগের ঘোষণা দুর্গাপুরের ঝলকের

প্রকাশিত: ৮:৪২ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২০, ২০২৫

দুর্গাপুর প্রতিনিধি:
ছাত্র দলের রাজনীতির সাথে জড়িত থাকা কারণ দেখিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেত্রকোনা জেলা শাখা কমিটির সদস্য পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছে বায়জিদ হাসান ঝলক নামের একজন।

বুধবার (১৯ ফেব্রুয়ারী) বিকেলে পদত্যাগের একটি লিখিত স্থানীয় সাংবাদিকদের কাছে তুলে ধরেন।বায়জিদ হাসান ঝলক নেত্রকোনার দুর্গাপুর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের নলুয়াপাড়া এলাকার বাসিন্দা ও সুসং সরকারি মহাবিদ্যালয়ের কলেজ ছাত্রদলের কর্মী বলে জানায় সে।

বায়জিদ হাসান ঝলক বলেন, আমি নেত্রকোনা জেলা এর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য পদে  আছি। ছাত্রদলের রাজনীতির সাথে সরাসরি জড়িত থাকার কারণে আমি এ পদ থেকে অব্যাহতি নিলাম। আমি জেলা আহবায়ক বরাবর লিখিত দিয়েছি।

উল্লেখ্য, গত বছরের ৭ নভেম্বর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেত্রকোনা জেলা শাখা কমিটি গঠন করা হয়।