বৈষম্য দূরীকরণে আটপাড়ায় বেসরকারি শিক্ষকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
আটপাড়া প্রতিনিধি :
বৈষম্য দূরীকরণে মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয় করণ, জাতীয়করণের পর্যায়ে শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারি স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা ও শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবিতে নেত্রকোনার আটপাড়ায় মানববন্ধন ও স্মারক লিপি প্রদান করা হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলা প্রাঙ্গনে উপজেলা বেসরকারি মাধ্যমিক (স্কুল ও মাদ্রাসা) শিক্ষা পরিবার আটপাড়া, নেত্রকোনা আয়োজনে, এ মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করা হয়। এতে বক্তব্য রাখেন খিলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খায়রুল কবীর, বাউসা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমদাদুল হক, খিলা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সজল বিশ্বাস, ইকোরাটিয়া আব্দুল আজিজ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহীদুল আলম, কৈলং উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ,
মানববন্ধন সমন্বয় করেন উপজেলা সমন্বয়ক দেওগাঁ গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক
আনোয়ার হোসেন, কোনাপাড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. কায়কোবাদ।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা এম. সাজ্জাদুল হাসানের কাছে স্মারক লিপি প্রদান করা হয়।