বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত ৪ পরিবারের পাশে দুর্গাপুর উপজলা প্রশাসন

প্রকাশিত: ১২:২৮ অপরাহ্ণ, আগস্ট ২২, ২০২৪

রাজেশ গৌড়:
বৈষম্য বিরোধী আন্দোলনে ঢাকায় নিহত হওয়া নেত্রকোনার দুর্গাপুরের চার পরিবারকে এক লাখ টাকা আর্থিক সহায়তা দিয়েছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতবিার (২২ আগস্ট) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার এর কার্যালয়ে নিহত প্রত্যেকে পরিবারের হাতে ২৫ হাজার টাকার চেক তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম. রকিবুল হাসান।

এ সময় উপস্থতি ছিলেন, প্রেসক্লাব সভাপতি নির্মলেন্দু সরকার বাবুল, সাংবাদিক সমিতির সভাপতি দিলোয়ার হোসনে তালুকদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহুরুল ইসলাম, বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থী রাতুল খান রুদ্র, মো. রিয়াদ হাসান, জহিরুল ইসলাম, রেদোয়ান প্রমুখ।

আর্থিক সহায়তার চেক নিতে এসে ইউএনও কার্যালয়ে কান্নায় ভেঙে পড়নে নিহতের মা-বাবারা। ঢাকায় বৈষম্য বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করে পুলিশের গুলিতে দুর্গাপুরের চারজন মারা গেছেন।

তারা হলেন, দুর্গাপুর পৌর শহরের দক্ষিণপাড়া এলাকার উমর ফারুক (শিক্ষার্থী), দুর্গাপুর উপজেলার বাকলজোড়া ইউনিয়নের র্পূব বাকলজোড়া গ্রামের জাকির হোসেন (শ্রমিক), সদর ইউনিয়নের নলুয়াপাড়া গ্রামের মাসুম বিল্লাহ (শ্রমিক) এবং বিরিশিরি ইউনিয়নের বাড়ইকান্দি গ্রামরে সাদেকুল ইসলাম সেকুল (প্রবাসী)।

দুর্গাপুর উপজলো নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম. রকিবুল হাসান জানান, বৈষম্যিেবরাধী আন্দোলনে ঢাকায় মারা যাওয়া চারজন পরিবারকে প্রাথমকিভাবে ২৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।