ভারতে বিশ্বনবীকে নিয়ে কটুক্তির প্রতিবাদে দুর্গাপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

প্রকাশিত: ১১:২২ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৯, ২০২৪

রাজেশ গৌড়ঃ
ভারতে বিশ্বনবী হযরত মুহাম্মদ (সাঃ) কে নিয়ে কটুক্তিকারী পুরোহিত রামগিরি ও তাঁর সমর্থক কারী বিজেপি সাংসদ নিতেশ নারায়ণের ফাঁসির দাবিতে নেত্রকোনার দুর্গাপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে বাংলাদেশ ইসলামি ছাত্র আন্দোলন দুর্গাপুর উপজেলা শাখার ব্যানারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

পৌর শহরের কাচারি মসজিদের সামনে থেকে সর্বস্তরের অংশগ্রহনে এক বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ঈদগাহ মাঠের সামনে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশ ইসলামী আন্দোলন দুর্গাপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল আজিজ, সাংগঠনিক সম্পাদক মাসউদুর রহমান ফকির,বাংলাদেশ ইসলামী ছাত্র আন্দোলন উপজেলা শাখার সভাপতি মাওলানা রফিকুল ইসলাম,সাধারণ সম্পাদক আলী উসমান, ইসলামী যুব আন্দোলন দুর্গাপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মুফতি নুরে আলম, জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের অর্থ সম্পাদক মুফতি আবু ওয়াক্কাস,ইসলামী শ্রমিক আন্দোলনের সভাপতি মোশাররফ হোসেন, কলমাকান্দা ছাত্র আন্দোলন শাখার সাধারণ সম্পাদক আইনুন নাঈমসহ অনেকেই।

বক্তারা বলেন,ভারতে আমাদের নবীকে নিয়ে যে কটূক্তি করার দুঃসাহস দেখিয়েছে তা সারাবিশ্বের মুসলমানদের হৃদয়কে তারা রক্তাক্ত করেছে। মহানবী (সা.) কে নিয়ে কটূক্তিকারীদের ফাঁসি চাই। অতিদ্রুত কটূক্তিকারীদের গ্রেফতার করতে হবে।

সমাবেশ শেষে দোয়া পরিচালনা করেন বাংলাদেশ মুজাহিদ কমিটি দুর্গাপুর উপজেলা শাখার নায়েবে সদর হাফেজ মাওলানা আব্দুল মান্নান।