ভারতে মহানবী (সা.) কে কটূক্তির প্রতিবাদে দুর্গাপুরে বিক্ষোভ মিছিল ও গণ সমাবেশ
রাজেশ গৌড়ঃ
মহানবী (সাঃ) এর কটুক্তিকারী হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ এবং তাকে সমর্থনকারী বিজেপির বিধায়ক নিতেশ নারায়নকে গ্রেপ্তার ও শাস্তির দাবি জানিয়ে নেত্রকোনার দুর্গাপুরে এক বিক্ষোভ মিছিল ও গণ সমাবেশ হয়েছে। বুধবার সকালে উপজেলা ঈমান আক্বিদা সংরক্ষণ কমিটির আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মহানবী (সাঃ) এর কটুক্তির প্রতিবাদে উপজেলা বিভিন্ন এলাকা থেকে আগত রাসুল প্রেমী ধর্মপ্রান মুসলিম ব্যক্তিরা উপজেলা মারকাজ মাদরাসা মাঠে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে জড়ো হয়।
এ সময় হাবিবুর রহমান এর সঞ্চালনায়, মুফতি মামুনুর রশীদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ ঈমান আক্বিদা কমিটির উপদেষ্টা আল্লামা জিয়া উদ্দিন।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, মাওলানা ওয়ালী উল্লাহ্, মুফতি হুমাউন কবির, মুফতি আব্দুল্লাহ্, মুফতি বরকত উল্লাহ্, মাওলানা আব্দুর রউফ, মাওলানা ইব্রাহীম, মাও: মজিবুর রহমান, মাও: রফিকুল ইসলাম, হাফেজ আব্দুল কাদির সহ ঈমান আক্বিদা কমিটির ইউনিয়ন ও উপজেলা কমিটির নেতাকর্মীগণ।
গণ সমাবেশ শেষে হাজার হাজার জনতার অংশগ্রহনে এক বিক্ষোভ মিছিল পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে মারকাজ মাঠে সারাবিশ্বের নির্যাতিত মুসলিম উম্মার জন্য মোনাজাতের মাধ্যমে সমাবেশ সমাপ্ত হয়।
গণ সমাবেশে বক্তারা বলেন, ভারতে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে একজন হিন্দু পুরোহিত কটূক্তি করেছেন। আবার ক্ষমতাসীন বিজেপির এক নেতা সেই বক্তব্যকে সমর্থন জানিয়েছেন। আমাদের নবীকে (স.) নিয়ে যে কটূক্তি করার যে দুঃসাহস দেখিয়েছে তা সারা বিশ্বের মুসলমানদের হৃদয়কে তারা রক্তাক্ত করেছে। ধর্মীয় ইস্যু নিয়ে ভারত সবসময়ই উস্কানীমুলক বক্তব্য দিয়ে সারা বিশ্বের মুসলমানদের মনে প্রচন্ড আঘাত দেয়।
অতি দ্রুত তাদের গ্রেপ্তার করে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানাই। নয়তো দুর্গাপুর থেকেই ভারতীয় পন্য বয়কটের ডাক দিয়ে কঠোর আন্দোলনের ঘোষণা দেয়া হবে।