ভারী বর্ষণে জলাবদ্ধতা, জনদুর্ভোগ চরমে

প্রকাশিত: ২:৩৯ অপরাহ্ণ, অক্টোবর ৫, ২০২৩

নিজস্ব প্রতিবেদকঃঃ
দেখে মনে হয় পুকুর বা জলাধার। কিন্তু পুকুর বা জলাধার কোন কিছুই না। খেলার মাঠ ও অফিস প্রাঙ্গণ। বুধবার রাতে কিছু সময় ভারী বর্ষণে নেত্রকোনা জেলা শহরের বিভিন্ন স্থানে পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। চলাচলে মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

বুধবার রাতে ঘন্টাখানেক ভারী বৃষ্টি হয়। এতে নেত্রকোনা জেলা শহরের জয়নগর, মোক্তাপাড়া, কাটলী, শাহ সুলতান রোড, বলাইনগুয়া, মালনীসহ বিভিন্ন এলাকায় সড়ক, অফিস প্রাঙ্গনে পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়।
বৃহস্পতিবার সারাদিন থেমে থেমে হালকা বৃষ্টিতে জেলা শহরের সড়কগুলোতে জমে থাকা পানি মাড়িয়ে পথচারী, অফিসগামী মানুষকে চলাচল করতে হয়। এতে করে মানুষকে চরম ভোগান্তি পোহাতে হয়।

জয়নগর এলাকার বাসিন্দা আবদুল গণি বলেন, সড়কের পাশের ড্রেন পরিস্কার না কারায় সড়কে ও আশপাশের অফিস, বাসাবাড়িতে পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়। জমে থাকা পানি না সরায় মানুষকে চলাচলে দুর্ভোগ পোহাতে হয়।

বৃহস্পতিবার বিকেলে জেলা শহরের জয়নগর এলাকায় সরেজমিন ঘুরে দত্ত উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে পানি জমে থাকতে দেখা যায়। দেখে মনে হয় যেন পুকুর বা জলাধার। মোক্তারপাড়া এলাকায় জেলা রেজিস্ট্রি ও সাব- রেজিস্ট্রি অফিসের অবস্থাও একই চিত্র দেখা যায়। পানি মারিয়ে মানুষকে চলাচল করতে হয়।

নেত্রকোনা পৌর সভার মেয়র বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খান বলেন, শহরের বিভিন্ন এলাকায় পলিথিন ও ময়লা ফেলার কারনে ভারী বৃষ্টি হলে জলাবদ্ধতা দেখা দেয়। বৃষ্টি কমে গেলে পানি সরে যায়। ড্রেনগুলো পরিস্কারের জন্য কাজ করা হবে।