ভোটে এমপি হওয়া যায় কিন্তু ইচ্ছে করলেই হুজুর হওয়া যায় না -এমপি আহমদ হোসেন

প্রকাশিত: ৬:২৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৫, ২০২৪

মোঃ আমিনুল ইসলাম মন্ডলঃ
হুজুর হতে হলে কোরআন শরীফ পড়তে হয়, হাদিস পড়তে হয়, এই দুনিয়াতে হুজুরের কোন বিকল্প নেই। সারা বিশ্বে মুসলমানদের উপর অত্যাচার নিপীড়ন চালাচ্ছে ইহুদিরা। আমাদের প্রধানমন্ত্রী ওআইসির সম্মেলনে ফিলিস্তিনিতে যুদ্ধ বন্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন।

নেত্রকোনার পূর্বধলায় কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত তিন দিনব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের শেষ দিনে (২৫ ফেব্রুয়ারি) রাতে প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের ৫ বারের সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জনাব আহমদ হোসেন এসব কথা বলেন।

পরে তিনি তাফসীরুল কোরআন মাহফিল সুন্দর ভাবে পরিচালনার জন্য ব্যক্তিগত ভাবে নগদ ১ লক্ষ ৮০ হাজার টাকা দান করেন এবং ঈদগাহ মাঠ সংস্কারের জন্য ২০ লক্ষ টাকার অনুদানের প্রতিশ্রুতি দেন। প্রতিশ্রুতি পেয়ে উপস্থিতি মুসল্লীগণ এমপি আহমদ হোসেনকে সাধুবাদ জানিয়েছেন।