মগড়া নদীর দূষণ নিয়ন্ত্রণে পরিবেশ অধিদপ্তরে লিফলেট বিতরণ

প্রকাশিত: ৩:৩৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১, ২০২৪

জ্যেষ্ঠ প্রতিবেদকঃ
নেত্রকোণা জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের উদ্যােগে মগড়া নদীতে গৃহস্থালির বর্জ্য যাতে না ফেলতে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে।

রোববার (১লা সেপ্টেম্বর) বিকালে পৌর শহরের আনন্দ বাজার ও থানা ঘাটসহ অন্যান্য এলাকায় নদী সংলগ্ন বসতবাড়ির বাসিন্দাদের সচেতন করে লিফলেট বিতরণ করা হয়।

অভিযান শেষে অধিদপ্তরে সহকারী পরিচালক মো. আবু সাঈদ জানান, মগড়া নদীর দূষণ নিয়ন্ত্রণে চলমান কার্যক্রমের অংশ হিসেবে আজ সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে।

তিনি আরও জানান নেত্রকোণার পৌর বাসিন্দাগণ তাদের গৃহস্থালি বর্জ্য মগড়া নদীতে না ফেলে পৌরসভার নির্ধারিত জায়গায় বা ডাস্টবিনে রাখার জন্যও সচেতন করা হচ্ছে। মগড়া নদীর দূষণ নিয়ন্ত্রণে পরিবেশ অধিদপ্তরের এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান।