
মগড়া ও কংস
-শাম্মী খাঁন
প্রিয় মগড়া নদী
আজ পূর্ণ যৌবনবতী যেনো টইটুম্বুর।
দুকূল উপচে তার রুপ মাধুরি পড়ছে।
ঝাপিয়ে চলেছে যেনো দুকূল।
আহা কি অপরুপ সৌন্দর্য।
কংস নদ সেও কম কিসে
আজ তার সুডৌল যৌবন।
কংসের বুকে খেলা করে
শুশুক ও তার বাচ্চারা।
রুপালি ঢেউ ছলাৎ ছলাৎ ছন্দ তোলে
এ পার হতে ওপারে ভেঙে পড়ে।
ঢেউয়ের তালে তালে শুশুক রাও
ভাসা ডোবার খেলায় মেতে উঠে।
কতো রকম নৌকা ভেসে চলে দূর বহুদূরে
রংবেরঙের পাল তোলে।
মাঝির কন্ঠ গেয়ে যায় সুমধুর গান।
নদ ও নদীর সে কি উচ্ছ্বাস।
দীর্ঘ সময় রুগ্ন জীবন কাটিয়ে
সুস্থতার পরশে পেলে যেমন
প্রেমিক প্রেমিকা প্রেমে পাগল পারা হয়।
ঠিক তেমনি কংস ও মগড়া তাদের ভরা যৌবন
ফিরে পেয়ে মধুর প্রেমে মগ্ন।
ভুলে গেছে ফেলে আসা রুগ্ন জীবন।
প্রিয় মগড়া ও কংস আমার
তোমাদের উচ্ছ্বল প্রেমের
আলিঙ্গন আমাকেও শিহরিত করে।