
আমিরুল ইসলাম, স্টাফ রিপোর্টার : মদনবাসীকে ইংরেজী নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন সাবেক পৌর মেয়র আলহাজ্ব মোঃ আব্দুল হান্নান তালুকদার শামীম। তিনি নেত্রকোণা মদন উপজেলার পৌর এলাকার বাড়িভাদেরা গ্রামের মরহুম মুক্তল হোসেন (চাঁন মিয়া) তালুকদারের সন্তান। তার বাবা উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাকালীন সম্মানীত সদস্য এবং একজন গ্রাম্য সালিশি ব্যক্তিত্ব ছিলেন।
স্পষ্টভাষী কর্মীবান্ধব জননেতা মোঃ আব্দুল হান্নান তালুকদার শামীমকে ২০২২ সালের ১১ অক্টোবর ত্রি-বার্ষিক সম্মেলনে মদন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
তিনি ১৯৮৮-৯২ সাল পর্যন্ত মদন উপজেলা ছাত্রলীগের সভাপতি ও ১৯৯৪-৯৮ সাল পর্যন্ত উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে পৌর আওয়ামী লীগের যুগ্ন-আহবায়ক ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেন।
সাবেক পৌর মেয়র মোঃ আব্দুল হান্নান তালুকদার শামীম বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে, জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে নিরলস কাজ করে যাচ্ছেন। তিনি পৌর শহর ও উপজেলার বিভিন্ন পর্যায়ে জনকল্যাণমূলক কাজ করেছেন। এছাড়াও নানারকম সামাজিক, সাংস্কৃতিক কর্মকান্ডে এবং ক্রীড়াঙ্গনে বিশেষ ভূমিকা রাখছেন।
তিনি একান্তভাবে জানান, সুবর্ণ জয়ন্তী আর বছর ঘুরে মহান বিজয়ের মাস পেরিয়ে ইংরেজি ২০২২ সালকে বিদায় জানিয়ে আগামীর ২০২৩ সালকে জানাই ইংরেজি নববর্ষের শুভেচ্ছা। বিদায় বেদনার হলেও নববর্ষকে আমরা সবাই শুভেচ্ছা ও স্বাগত জানাই। আমাদের সকল ভেদাভেদ ভুলে নতুন বছর কাটুক অনাবিল আনন্দে এবং নতুন বছর সবার জন্য বয়ে আনুক আশার আলো। সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা।