মদনের আলোর পথে তরুণ সংগঠনের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংর্বধনা
আমিরুল ইসলামঃ নেত্রকোণা জেলায় মদন উপজেলার নায়েকপুর ইউনিয়নের “আলোর পথে তারুণ্য” সংগঠনের উদ্যোগে এলাকার কৃতি শিক্ষার্থী সংর্বধনা (এস.এস.সি -২০২৩) অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
গত শনিবার (৫ আগস্ট) সকাল ১১.০০ ঘটিকায় নোয়াগাঁও আফতাব হোসেন একাডেমির হলরুমে আলোর পথে তারুণ্য সংগঠনের সভাপতি মোবারক হোসেন সুমনের সভাপতিত্বে, শিক্ষক ও সাংবাদিক আমিরুল ইসলাম তালুকদারের পরিচালনায় প্রধান অতিথি বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন,প্রধান আলোচকের বক্তব্য রাখেন শিক্ষক ও কবি এনায়েত হোসেন (লাহুত), সার্বিক দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক প্রভাষক জিয়াউল হক।
এসময়ে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন নোয়াগাঁও আফতাব হোসেন একাডেমীর সহকারী শিক্ষক জহিরুল ইসলাম,সহকারী শিক্ষক আব্দুল মোমেন, কৃষক লীগ নেতা জাহাঙ্গীর আলম (রুকন), সংগঠনের সহ-সভাপতি জুয়েল মিয়া, সংগঠনের অন্যতম সদস্য আব্দুস সালাম, ছাত্রলীগ নেতা হৃদয় আহমেদ (আহাদ), সাকিব হাসান মানস সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এছাড়াও কৃতি শিক্ষার্থীদের পক্ষ থেকে অনেকেই বক্তব্য রেখেছেন।
এছাড়াও উপস্থিত ছিলেন “আলোর পথে তারুণ্য” সকল সহ-সভাপতি,সহ সম্পাদক ও সদস্যবৃন্দ এবং এলাকার সম্মানিত ব্যক্তিবর্গ প্রমুখ।
পরে সম্মানিত অতিথিবৃন্দের উপস্থিতিতে আলোর পথে তারুণ্য সংগঠনের পক্ষ থেকে এলাকার কৃতি শিক্ষার্থীদের মাঝে সংবর্ধনার পুরস্কার প্রদান করা হয়।