
নেজা ডেস্ক রিপোর্ট :
মদনে সারের অতিরিক্ত ম‚ল্য রাখায় এক ব্যবসা প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ওসমান গনী। প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগকারীকে দেয়া হয়েছে জরিমানার ২৫% অর্থ।
মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারী) উপজেলার কাইটাল বাজারের মেসার্স আলম ট্রেডার্সকে এই জরিমানা করা হয়।
জানা যায়, ভোক্তা অধিকারের সদ্য চালুকৃত এ্যপসের মাধ্যমে উক্ত প্রতিষ্ঠানের বিরুদ্ধে গত ৮ ফেব্রæয়ারি একটি লিখিত অভিযোগ করেন মদনের বাশরী এলাকার একজন ভোক্তা। পরে আনীত অভিযোগের সরেজমিন তদন্ত করে সাক্ষ্য প্রমাণে অভিযোগ প্রমানিত হওয়ায় উক্ত প্রতিষ্ঠানকে ১০হাজার টাকা জরিমানা করা হয়।
আইন মোতাবেক জরিমানার ২৫% অর্থ অভিযোগকারীর হাতে তা তুলে দেন নেত্রকোণা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আশিক ন‚র। দ্রুত বিচার পাওয়ায় সন্তোষ প্রকাশ করেন অভিযোগকারী।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নেত্রকোণা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ওসমান গনী বলেন, “লংঘিত হলে ভোক্তা-অধিকার অভিযোগ করলেই পাবেন প্রতিকার” এই প্রতিপাদ্যে আমরা অভিযোগ পেলেই প্রতিকার নিয়ে থাকি। অভিযোগকারীদের উৎসাহ দিতে আমরা তাদেরও জরিমানার একটা অংশ দিয়ে থাকি।