মদনে আওয়ামীলীগের সদস্য নবায়ন ও সংগ্রহের লক্ষে মতবিনিময় সভা

প্রকাশিত: ৩:১২ অপরাহ্ণ, অক্টোবর ২২, ২০২৩

আমিরুল ইসলামঃ
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নেত্রকোণার মদন উপজেলায় আওয়ামীলীগের উদ্যোগে সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচি নেওয়া হয়েছে।

রোববার (২২ অক্টোবর) বিকালে গোবিন্দশ্রী ইউনিয়নের কদমশ্রী সকাল বাজারে আলোচনা ও মতবিনিময় সভাসহ সদস্য সংগ্রহ অনুষ্ঠিত হয়।

গ্রামগঞ্জের ত্যাগী নেতাকর্মীদের দলের সাথে সম্পৃক্ত করতেই এই ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে ।

গোবিন্দশ্রী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সিদ্দিকুর রহমান মাস্টারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান তালুকদার শামীম।

ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো.শাহ আলমের সঞ্চালনায় উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি ইফতে খায়রুল আলম খান চৌধুরী আজাদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম, যুগ্ন সাধারণ সম্পাদক সাইদুর রহমান বগি, সাংগঠনিক সম্পাদক ও কাইটাইল ইউপি চেয়ারম্যান মো.সাফায়াত উল্লাহ রয়েল, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. ফেরদৌস মিয়াসহ প্রচার ও প্রকাশনা সম্পাদক কুতুবুল হক চৌধুরী,উপদেষ্টা সদস্য ও গোবিন্দশ্রী ইউপি চেয়ারম্যান মো. মাইদুল ইসলাম খান মামুন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম,সাবেক ছাত্রনেতা নাজমুল হাসান সুজন,যুবলীগ নেতা শওকত মিয়া ছাত্রলীগ নেতা রিপন সরকার, আলীহান সম্রাট প্রমূখ ।

সভাশেষে পুরাতন সদস্যদের নবায়নের পাশাপাশি বেশকিছু সংখ্যক নতুন সদস্যও যোগদান করেন। সরকারে উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে বক্তরা বলেন, আসছে জাতীয় সংসদ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় আনতে হবে সেই লক্ষে সবাইকে একজোট হয়ে কাজ করতে হবে। সাজ্জাদুল হাসান এমপির হাত ধরে নেত্রকোণাসহ মদন, মোহনগঞ্জ ও খালিজুড়ী উপজেলায় অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। তিনি এখন আমাদের অভিভাবক। তিনি কাজ চায়, তাঁর নেতৃত্বে আমাদের পানির রাস্তা বদলে পাকারাস্তা করে দেবেন। বহুলোক আছেন নিরপেক্ষ তারা কোন দলের অন্তর্ভূত নয় তাদেরকে আপনারা ভালবাসা দিয়ে,বুঝিয়ে দলের সদস্য করাবেন। অন্য কোন দল থেকে কেউ যোগদান করতে চাইলে ইউনিয়ন ও উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দের পরামর্শ ক্রমে সদস্য করতে হবে।