মদনে আলোকিত নায়েকপুর সংগঠনের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

প্রকাশিত: ১০:১৮ অপরাহ্ণ, মার্চ ৩০, ২০২৫

আমিরুল ইসলামঃ
নেত্রকোণা জেলার মদন উপজেলার সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন আলোকিত নায়েকপুর প্রতি বছরের মতো এবারও এতিম শিশু ও অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে।

আজ ৩০ মার্চ (রবিবার) সকাল ১০টায় নায়েকপুর (পূর্বপাড়া) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এই কার্যক্রম অনুষ্ঠিত হয়।

সংগঠনের উপদেষ্টা সারোয়ার জামান খান (মাহাবুব মাস্টার) এর সভাপতিত্ব এবং আমিরুল ইসলাম (মাস্টার এর সঞ্চালনা এসময় ১২৮টি পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। যার মধ্যে ছিল—জনপ্রতি  সয়াবিন তেল ১ লিঃ, মসুর ডাল ১ কেজি, চিনি ৫০০ গ্রাম, লাচ্ছা সেমাই ১ প্যাকেট, গুড়া দুধ ১০০ গ্রাম) ও লাক্স সাবান ১টি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক জুবায়ের হোসেন খান, উপদেষ্টা আবুল কালাম খান, সাবেক ইউপি সদস্য কয়েছ ইয়ার খান ও সম্রাট খান।

এসময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক হাকিমুল ইসলাম তালুকদার, কোষাধ্যক্ষ মাসুম ইয়ার খান, আইন বিষয়ক সম্পাদক তালহা খান, সম্মানিত সদস্য লেলিন খান, মিজানুর রহমান খান, আলমগীর খান, নুপুর খানসহ অন্যান্য সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আলোকিত নায়েকপুর সংগঠনের এই মহতী উদ্যোগ এলাকাবাসীর প্রশংসা কুড়িয়েছে। সংগঠনের নেতৃবৃন্দ জানান, ভবিষ্যতেও তারা এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত রাখবেন।