মদনে ইউনিয়ন আওয়ামীলীগের মতবিনিময়

প্রকাশিত: ২:৩৬ অপরাহ্ণ, অক্টোবর ২৩, ২০২৩

আমিরুল ইসলামঃ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নেত্রকোণার মদন উপজেলায় আওয়ামীলীগের উদ্যোগে আলোচনা ও মত বিনিময় সভায় কর্মসূচি নেওয়া হয়েছে।

সোমবার (২৩ অক্টোবর) বিকালে নায়েকপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড শাখার কর্তৃক নায়েকপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মাঠে বিকেলে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

গ্রামগঞ্জের ত্যাগী নেতাকর্মীদের দলের সাথে সম্পৃক্ত ও তৃণমূল কর্মীদেরকে নিয়ে মত বিনিময় এই ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে।

নায়েকপুর ইউনিয়ন আওয়ামীলীগ ৪নং ওয়ার্ড শাখার সভাপতি আনিছ তালুকদার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক মো.রিয়াজ উদ্দিন তালুকদার।

ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক চাঁন মিয়া তালুকদার এর দ্বায়িত্ব নিয়ে উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টা আব্দুস সালাম খান সেলিমের সঞ্চালনায় উপজেলা আওয়ামীলীগের ধর্মীয় বিষয়ক মো.রুহুল আমীন সাদেক (সাবেক চেয়ারম্যান), সাংগঠনিক সম্পাদক রুহুল আমীন, দপ্তর সম্পাদক তোফায়েল আহমেদ, সাবেক ছাত্রনেতা নাজমুল হুদা ও উজ্জ্বল খান, শিক্ষক ও সাংবাদিক আমিরুল ইসলাম, কৃষকলীগ নেতা রফিক খান, হক মিয়া ওয়ার্ডের তৃনমূলের নেতৃবৃন্দ প্রমূখ।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়নের দ্বায়িত্বপ্রাপ্ত উপজেলা আওয়ামীলীগের সদস্য ইসলাম উদ্দিন, সদস্য আবু তাহের (টিপু)সহ আরও অনেকেই।

এছাড়াও উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে সকল সংগঠনের নেতাকর্মী ও স্থানীয় ব্যাক্তিবর্গ প্রমূখ।