মদনে ইয়াবা ব্যবসায়ী হাতে বন্ধু খুন
জাকির আহমেদঃ
নেত্রকোনার মদনে চিকিৎসার সাত দিন পর ইয়াবা ব্যবসায়ী বন্ধুর হাতে মাজহারুল ইসলাম মাজু (৩৫) নামে এক যুবক খুন হয়েছে।
শুক্রবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মাজু মারা যায়। তার মৃত্যুর বিষয়টি নিহতের চাচাতো ভাই ইকরাম ফকির নিশ্চিত করেছেন। নিহত মাজহারুল উপজেলার নায়েকপুর ইউনিয়নের মাহড়া গ্রামের ফকির বাড়ির মৃত হাজী হোসেন ফকিরের ছেলে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, নায়েকপুর গ্রামের তৌহিদ মিয়ার ছেলে সেকুল মিয়া (২৮) দীর্ঘদিন ধরে উপজেলায় ইয়াবা ব্যবসা করে আসছে। নিহত মাজহারুল ও খুনি সেকুল মিয়ার সাথে বন্ধুত্ব ছিল।
গত শনিবার রাত আনুমানিক সাড়ে নয়টার দিকে (২৯ মার্চ) মাজহারুলকে খোঁজে তার বসত বাড়িতে যায় বন্ধু সেকুল মিয়া। তাকে না পেয়ে বাড়ির সামনে উৎপেতে থাকে সেকুল। মাজহারুল সিংহের বাজার থেকে বাড়িতে প্রবেশ করার সময় ৪/৫জন দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। তার ডাক চিৎকার শুনে বাড়ির লোকজন এগিয়ে আসলে সেকুলসহ অন্যরা পালিয়ে যায়।
তাৎক্ষণিক বাড়ির লোকজন মাজহারুলকে আহত অবস্থায় উদ্ধার করে মদন উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। সেখানে অবস্থা অবনতি হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার পর শুক্রবার মারা যায়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের পর রাতে লাশ গ্রামের বাড়িতে নিয়ে আসে। তবে কেন তাকে খুন করা হল নিহত মাজহারুলের পরিবার এখনো এ বিষয়ে কিছুই জানে না।
নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার কয়েকজন জানান, নিহত মাজহারুল ও সেকুল দুইজনেই ঘনিষ্ট বন্ধু ছিল। তারা একসাথে বসে ইয়াবা সেবন করত। তবে সেকুল বিভিন্ন জায়াগা থেকে ইয়াবা এনে বিক্রি করত। তাদের মধ্যে কি নিয়ে বিরোধ ছিল তা আমাদের জানা নেই।
মদন থানার ওসি নাইম মোহাম্মদ নাহিত হাসান জানান, ঘটনাস্থলে পুলিশ প্রেরণ করা হয়েছে। ভিকটিমের পক্ষ থেকে এখনো অভিযোগ দায়ের করেনি।