মদন সংবাদদাতা:
নেত্রকোণা জেলার মদন উপজেলায় ডোবার পানিতে ডুবে দুই মামাতো ভাই-বোনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২২জুন) বেলা ৩টার দিকে উপজেলার কাইটাইল ইউনিয়নের বাঁশরী গ্রামে এ দুর্ঘটনাটি ঘটে। শিশুদ্বয় বাঁশরী গ্রামের সুমন মিয়ার তিন বছরের ছেলে তামিম ও একই গ্রামের লালন মিয়ার চার বছরের মেয়ে সামিয়া।
ঘটনার বিবরণে জানাযায়, সামিয়া এদিন সকালে তার মায়ের সঙ্গে নানার বাড়িতে বেড়াতে যায়। সকালে সামিয়াকে নানার বাড়িতে রেখে তার মা বাড়িতে চলে আসে। পরে তাকে আনতে নানার বাড়িতে গেলে তাকে সেখানে পাওয়া যাচ্ছিল না। এ সময় সামিয়ার মামাতো ভাই তামিমেরও খোঁজ মিলছিল না। পরিবারের সবাই খোঁজ করার একপর্যায়ে বাড়ির পাশে ডোবায় তাদের মরদেহ দেখতে পায়।
এ ব্যাপারে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাফায়েত উল্লাহ রয়েল জানান, শিশু দুটি বাড়ির আঙিনায় খেলা করছিল। হঠাৎ বাড়ির লোকজনের অগোচরে ডোবায় পড়ে পানিতে তলিয়ে মারা যায়।
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ ফেরদৌস আলম জানান, দুই শিশুর মৃত্যুর খবর পেয়ে বাঁশরী গ্রামে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হবে।
সম্পাদক ও প্রকাশক- মুহা. জহিরুল ইসলাম অসীম
অস্থায়ী কার্যালয় : এআরএফবি ভবন, নেত্রকোণা - ময়মনসিংহ রোড, সাকুয়া বাজার মোড়, নেত্রকোণা সদর, নেত্রকোণা-২৪০০। ফোনঃ ০১৭৩৫-০৭৪ ৬০৪, বিজ্ঞাপন: ০১৬৪৫-৮৮ ৪০ ৫০, ই-মেইল: netrokonajournal@gmail.com
সম্পাদক কর্তৃক এআরএফবি ভবন, ময়মনসিংহ রোড, সাকুয়া বাজার, নেত্রকোণা সদর, নেত্রকোণা থেকে সম্পাদিত ও প্রকাশিত..... [সর্বাধিক পঠিত নেত্রকোণার একটি আঞ্চলিক অনলাইন সংবাদমাধ্যম]