মদনে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার সমাপনী এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত
জাকির আহমেদ:
নেত্রকোণা মদনে উৎসব মুখর পরিবেশে ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলায় ৯ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড -২০২৪ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অহনা জিন্নাত। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন,কৃষি কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান।
এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি সভাপতি মোঃ নূরুল আলম তালুকদার, সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম আকন্দ, মদন উপজেলা শাখার বাংলাদেশ জামায়াতে নায়েবে আমীর মোঃ রিয়াজ উদ্দিন, জোবাইদা রহমান মহিলা ডিগ্রি কলেজ অধ্যক্ষ মোঃ মুখলেছুর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ শফিকুল বারী, প্রেস ক্লাব সদস্য মোঃ মোশাররফ হোসেন বাবুল।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, একাডেমিক সুপারভাইজার জোসনা বেগম, প্রধান শিক্ষক, মোঃ শফিকুল ইসলাম চৌধুরীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ ও ছাত্র -ছাত্রীবৃন্দ। এতে ১১ টি স্টল অংশ গ্রহন করে। মেলায় প্রথম স্থান অধিকার করে উপজেলা ফতেপুর সৈয়দ আলী চৌধুরী উচ্চ বিদ্যালয়।