মদনে জামায়াত ইসলামীর কর্মী সভা অনুষ্ঠিত
জাকির আহমেদঃ
নেত্রকোনার মদন উপজেলায় বাংলাদেশ জামায়াত ইসলামীর উপজেলা কর্মী টি.এস-২০২৪ সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৭শে ডিসেম্বর) সকালে উপজেলার আইডিয়াল স্কুলে এ সভাটি অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভায় বাংলাদেশ জামায়াত ইসলামীর মদন উপজেলা শাখার আমীর মাওলানা অলিউল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি জেনারেল ফরিদুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা জামায়াত ইসলামীর আমীর অধ্যাপক মাওলানা ছাদেক আহমদ হারিছ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলার সাবেক আমীর মাওলানা এনামুল হক, নেত্রকোনা জেলা শুরা কর্ম পরিষদ সদস্য মাওলানা রুহুল আমিন,কর্ম পরিষদ সদস্য ও তারবিয়াত সেক্রেটারি মোঃ বদরুল আমিন,কালিজুরী উপজেলা জামায়াত ইসলামীর আমীর মাওলানা ইসমাইল হোসেন।
এ ছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াত ইসলামীর নায়েবে আমির রিয়াজ উদ্দিন (ইদ্রিস মাস্টার), প্লেসক্লাবের সাধারণ সম্পাদক জাকির হোসেন উজ্জল, প্রেসক্লাবের সাবেক সভাপতি আল আমিন, সাংবাদিক মোতাহার হোসেন লিটনসহ জামায়াত ইসলামীর বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ ও কর্মীরা।