মদনে জামায়াত কর্মীকে মারধরের ঘটনায় গ্রেপ্তার ২

প্রকাশিত: ৮:৫৯ অপরাহ্ণ, জানুয়ারি ২৬, ২০২৫

জাকির আহমেদ,:
নেত্রকোনার মদনে আব্দুল হালিম নামের বাংলাদেশ জামায়াতে ইসলামীর শ্রমিক শাখার কর্মীকে মারধর করায় দুই ব্যাক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার রাতে মদন পৌরশহরের নিজ বাড়ি জাহাঙ্গীরপুর থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের রবিবার নেত্রকোনার আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন, পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড জাহাঙ্গীরপুর গ্রামের নিয়ামুদ্দিনের ছেলে আমিন কসাই (৩২) ও তার ছোট ভাই আইনুল মিয়া (২৫)।

পুলিশ ও স্থানীয় লোকজন সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে জামায়াত কর্মী আব্দুল হালিমের ৬ বছর বয়সী ছেলেকে আমিন কসায়ের ১২ বছর বয়সী ছেলে মারধর করে। এ বিষয়ে আব্দুল হালিমের মামা বিএনপি কর্মী আহাদের সাথে আমিন কসাই এর আত্মীয় আওয়ামীলীগের নেতা সুলতান মিয়ার পরিবারের লোকজনের তর্কবিতর্ক হয়।

এক পর্যায়ে মারধরের ঘটনা ঘটলে আব্দুল হালিম গুরুতর আহত হয়। স্বজনরা তাকে উদ্ধার করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। এ ঘটনায় রাতেই আহত হালিমের ভাই ছাব্বির বাদী হয়ে ৬ জনের নামে থানায় অভিযোগ দায়ের করেন। এ ঘটনায় মামলা রজু হলে পুলিশ দুইজনকে গ্রেপ্তার করে রবিবার আদালতে পাঠায়।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাঈম মুহাম্মদ নাহিদ হাসনান জানান,‘ ভুক্তভোগীদের লিখিত অভিযোগের প্রেক্ষিতে থানায় মামলা হয়েছে। ওই মামলার দুইজন আসামিকে গ্রেপ্তার করে নেত্রকোনা আদালতে পাঠানো হয়েছে।’