মদনে পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি

প্রকাশিত: ১২:৪২ পূর্বাহ্ণ, অক্টোবর ১১, ২০২৪

জাকির আহমেদঃ
পরিষ্কার শহর, সবুজ শহর এই শ্লোগানকে সামনে রেখে নেত্রকোণার মদন পৌরসভায় স্বেচ্ছাসেবী সংগঠন নবধারার উদ্যোগে পরিষ্কার পরিও বৃক্ষ রোপন কর্মসূচি পালন করা হয়েছে।

এ উপলক্ষে বৃহস্পতিবার মদন পৌরসভার সার্বিক সহযোগিতায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এর সামনে পরিষ্কার পরিচ্ছন্নতা ও বিভিন্ন গাছের চারা রোপন করা হয়।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার ও পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ শাহ আলম মিয়া, উপজেলা বিএনপি সভাপতি ইউপি চেয়ারম্যান মোঃ নূরুল আলম তালুকদার, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকন্দ, যুব উন্নয়ন কর্মকর্তা এম এ আহাদ, পৌর বিএনপির মোঃ কামরুজ্জামান চন্দন, সাধারণ সম্পাদক আব্দুল কাদের, বিএনপি নেতা সাইফ আহমেদ শেকুল, উপজেলা যুবদল সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, জামায়াত নেতা ইদ্রিস মাষ্টার, প্রেসক্লাব সাধারণ সম্পাদক জাকির হোসেন তালুকদার উজ্জ্বল, উপজেলা ছাত্রদল সাধারণ সম্পাদক শামীম হাসান, স্বেচ্ছা সেবক দলের পৌর শাখার ভারপ্রাপ্ত আহবায়ক মাইনুর আহম্মদ,কলেজ শাখার ছাত্রদল সদস্য সচিব সাইমন আকন্দ লিমন, ছাত্রনেতা শেখ মেহেদি হাসান পরশ, নবধারা সংগঠনের পায়েল আকন্দ তামীম, সাদ, জাকির, আবির, ফয়সাল প্রমূখ।