মদনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত
জাকির আহমেদ:
বাংলাদেশ জামায়াতে ইসলামী ৪ নং গোবিন্দশ্রী ইউনিয়ন শাখার উদ্যোগে ১৬ নভেম্বর শনিবার বিকাল ৩ ঘটিকায় এক কর্মী সম্মেলন স্হানীয় গাছতলা প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।
গোবিন্দশ্রী ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওঃ নজরুল ইসলামের সভাপতিত্বে ও জামায়াত নেতা মাওঃ আব্দুস সালামের পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন নেত্রকোনা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক মাসুম মোস্তফা, বিশেষ অতিথির বক্তব্য রাখেন মদন উপজেলা জামায়াতের আমীর মাওঃ অলিউল ইসলাম ও সেক্রেটারি এ,কে,এম ফজলুল হক।
এছাড়া অন্যান্যের মাঝে সমাবেশে বক্তব্য রাখেন সাবেক ইউ,পি, চেয়ারম্যান আব্দুল ওয়াহাব, মাওঃ সানোয়ার, ও দেলোয়ার হোসেন প্রমুখ।
সভায় বক্তারা বাংলাদেশে আল্লাহ্র আইন ও ভালো লোকের শাসন প্রতিষ্ঠায় সকল নেতাকর্মীদের একযোগে কাজ করার উদাত্ত আহবান জানান। বক্তারা জামায়াত কর্মীদের কুরআন- হাদীসের ব্যাপক জ্ঞান অর্জন করে মানুষকে আল্লাহ ও রাসূল ( সা:) এর অনুসৃত পথে আহবান করে খোদার সন্তুষ্টি অর্জনের আহবান জানান।
সভায় বক্তারা ৫ আগষ্ঠ বিপ্লবে ফ্যাসিষ্ট হাসিনা সরকার কর্তৃক শহীদ ছাত্র জনতা হত্যাকান্ডের দ্রুত বিচারের দাবী জনান। বক্তারা সাবেক প্রধানমন্ত্রী হাসিনার পরিবার সহ আওয়ামী সকল এম. পি – মন্ত্রী কর্তৃক পাচারকৃত জনগণের হাজার লাখো কোটি টাকা ফিরিয়ে এনে জনসাধারণের কল্যাণে ব্যায় করার জন্য সরকারের প্রতি আহবান জানান।