মদনে বিএনপি ও পৌর বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

প্রকাশিত: ১১:১৫ অপরাহ্ণ, মার্চ ২৯, ২০২৫

জাকির আহমেদঃ
নেত্রকোনার মদনে উপজেলা বিএনপি ও পৌর বিএনপির সকল সংগঠনের উদ্যোগে শনিবার পাবলিক হল মাঠে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

দেশনেত্রী বেগম খালেদা জিয়া, দেশ নায়ক তারেক রহমান ও সাবেক সফল স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী মজলুম জননেতা লুৎফুজ্জামান বাবরের রোগ মুক্তি কামনা করে উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আব্দুল হেলিম ভুলুর সভাপতিত্বে ইফতার ও দোয়া মাহফিল অনু্িষ্ঠত হয়।এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মদন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও মদন ইউপি চেয়ারম্যান শেখ বদরুজ্জামান মানিক, মদন পৌর বিএনপির সাবেক সভাপতি ও আহবায়ক সাইদুর রহমান সম্রাট,উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও যুগ্ম আহবায়ক আবু তাহের আজাদ, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও যুগ্ম আহবায়ক ফজলে এলাহী টুটন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আল মনসরুল আলম আরিফ, কামরুল হাসান, মদন পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও ধানের শীষের নমিনী এনামূল হক, উপজেলা ছাত্রদলের সভাপতি এস এইচ পিপুল, মদন উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন ইনচানসহ উপজেলা ও পৌর বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উক্ত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্টানে বেগম খালেদা জিয়া, তারেক রহমান ও লুৎফুজ্জামান বাবরের রোগ মুক্তি এবং সমগ্র মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়। উক্ত অনুষ্ঠানে দোয়া পাঠ করেন সাবেক ভাইফ চেয়ারম্যান মুফতি আনোয়ার হোসাইন।