মদনে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধ নিহত

প্রকাশিত: ২:৪০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৯, ২০২৪

জাকির আহমেদঃ
নেত্রকোণার মদনে বিদ্যুৎস্পৃষ্টে সবুজ মিয়া (৬০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নিজ বসত ঘরের বিদ্যুৎ এর ছেঁড়া তারে বিদ্যুৎতায়িত হন তিনি। সবুজ মিয়া উপজেলার তিয়শ্রী ইউনিয়নের বালালী গ্রামের মৃত আসন আলীর ছেলে।

স্থানীয় লোকজন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে সবুজ মিয়া নিজ বসত ঘরে বিদ্যুৎ এর একটি ছেঁড়া তার দেখতে পায়। ছেঁড়া তার গুছিয়ে রাখতে চাইলে তিনি বিদ্যুতায়িত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। পরিবারের লোকজন দ্রুত তাকে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার রিফাত সাঈদ বলেন, ‘ হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে।’

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ.টি.এম মাহমুদুল হক জানান, ‘বিদ্যুৎস্পৃষ্টে নিহত হওয়ার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’