মদনে বৈধ সেচ কৃষি জমিতে পানি দিতে বাধার অভিযোগ
জাকির আহমেদ:
নেত্রকোনার মদনে বৈধ সেচে কৃষি জমিতে পানি দিতে বাধা অভিযোগ উঠেছে। ভুক্তভোগী পরিবার উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্ন অধিদপ্তরে এ অভিযোগটি দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার নায়েকপুর ইউনিয়নে রাজতলা গ্রামের কৃষক বুরুজ পাঠানের ছেলে আতাউর রহমান পাঠান দীর্ঘদিন যাবত তাদের বাড়ির সামনের হাওরে কৃষি জমিতে সেচ দিয়ে আসছে। একই এলাকার কৃষক নূরুজ্জামান মাষ্টার অবৈধভাবে সেচ বসিয়ে পানি সরবরাহ করায় কৃষকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হচ্ছে। যে কোন সময় মারামারির ঘটনা ঘটতে পারে।
এমন অভিযোগের প্রেক্ষিতে মঙ্গলবার সরজমিনে গেলে, আতাউর রহমান পাঠান ও নূরুজ্জামান মাষ্টারের পাশাপাশি দুটি কৃষি সেচ পাওয়া যায়।
এ ব্যাপার কৃষক নূরুজ্জামান মাষ্টার বলেন, আমি ২০১০ সাল থেকেই বৈধভাবে সেচ যন্ত্র দিয়ে কৃষি জমি চাষ করে আসছি। বর্তমানেও আমার সেচ যন্ত্রটির প্রত্যায়ন ও লাইসেন্স নবায়ন রয়েছে। তাদের সাথে আমাদের একটি পারিবারিক সমস্যা রয়েছে। তাই তারা অহেতুক এমন একটি মিথ্যা অভিযোগ দায়ের করেছে।
ভারপ্রাপ্ত পল্লী বিদ্যুৎ এর ডিজিএম মোঃ নাজমূল হাসান জানান, এ ব্যাপারে এখনো কোন অভিযোগ পাইনি। পেলে সরজমিন তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
মদন উপজেলা নির্বাহী অফিসার অহনা জিন্নাত জানান, এ ব্যাপারে একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগটি তদন্ত করার জন্য উপজেলা কৃষি কর্মকর্তাকে দায়িত্ব দেয়া হয়েছে।