
নেজা ডেস্ক রিপোর্টঃ
নেত্রকোণা জেলার মদন উপজেলায় ভোক্তা-অধিকার বিরোধী অপরাধে ৩ টি প্রতিষ্ঠানকে জরিমানা অরোপ ও আদায় করা হয়েছে।
সোমবার (২৩ জানুয়ারি, ২০২৩ খ্রি.) সকাল ১১ টায় উপজেলার দেওয়ান বাজারে তদারকিমূলক এই অভিযান করে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নেত্রকোণা জেলা কার্যালয়।
জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ওসমান গনী এর নেতৃত্বে এসময় উপস্থিত ছিলেন জেলা কৃষি বিপণন কর্মকর্তা হাবিল উদ্দীন।
অভিযানে মেসার্স ব্রাদার্স এন্টারপ্রাইজকে অতিরিক্ত মূল্যে সার বিক্রয়ের দায়ে ১০ হাজার টাকা, মেসার্স যমুনা ট্রেডিং কর্পোরেশনকে অতিরিক্ত মূল্যে সার বিক্রয়ের দায়ে ১০ হাজার টাকা, ও অঞ্জন হার্ডওয়্যারকে পণ্যের গায়ের মূল্য মুছে বিক্রয়ের অপরাধে ৫হাজার টাকা জরিমানাসহ ৩টি প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা অরোপ ও আদায় করা হয়।
সহকারী পরিচালক ওসমান গনী বলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে এবং জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের অর্পিত ক্ষমতাবলে জেলা প্রশাসক, নেত্রকোণা মহোদয় এঁর সার্বিক সহযোগিতায় ভোক্তা-অধিকার বিরোধী অপরাধে জরিমানা ও প্রতিষ্ঠানসমূহকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন -২০০৯ অনুযায়ী ব্যবসা করতে নির্দেশনা দেয়া হয়। জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে।