জাকির আহমেদঃ
স্বেচ্ছাসেবী সংগঠন ‘সবার জন্য আমরা’ এর উদ্যোগে মাদককে না বলি, মাদক থেকে বিরত থাকি, আমার সোনার বাংলায় মাদকের ঠাঁই নাই এই শ্লোগানকে সামনে রেখে মদনে মাদক বিরোধী শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শনিবার সকালে মদন উপজেলার পাবলিক হল মাঠ থেকে একটি বর্ণাঢ্য মিছিল-শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মদন হাজী আব্দুল আজিজ খান সরকারি ডিগ্রি কলেজ মাঠে এসে শেষ হয়।
এ সময় পথ সভায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মদনের সমন্বয়ক মোঃ রবিউল ইসলাম, শিক্ষার্থী জান্নাতুল, তিন্নি বেগম প্রমুখ। পথ সভায় বক্তারা বলেন, শিক্ষার্থীরা মাদক নির্মূলে কি কি পদক্ষেপ নেয়া প্রয়োজন তা প্রচার করতে পারে। পুলিশ তাদের কাছে থাকা তালিকা অনুযায়ী মাদক নির্মূলে আন্তরিক ভাবে অভিযান পরিচালনা করলে দেশ থেকে মাদক নির্মূল করা সম্ভব। তারা আরো বলেন, শিক্ষার্থীদের মনমানসিকতা উন্নয়নের জন্য বিভিন্ন খেলা ধুলায় এগিয়ে যেতে পারে সে ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সু-দৃষ্টি প্রয়োজন।
এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, যুবসমাজ ও সচেতন অভিভাবকগণ উপস্থিত ছিলেন।