মদনে যুবদলের কর্মী সমাবেশ

প্রকাশিত: ২:৩১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৮, ২০২৪

জাকির আহমেদঃ
নেত্রকোণার মদনে ইউনিয়ন যুবদলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার নায়েকপুর ইউনিয়নে নোয়াগাও আফতাব হোসেন একাডেমির মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

ইউনিয়ন যুবদল সভাপতি আব্দুল গণির সভাপতিত্বে সাধারণ সম্পাদক নুরুজ্জামান পান্নার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা যুবদল সভাপতি গোলাম রাসুল রুবেল।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা যুবদল সাধারণ সম্পাদক মো: হুমায়ুন কবির, ইউনিয়ন বিএনপির সভাপতি অলিউর রহমান খান লিটন, সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান ছয়াল,উপজেলা যুবদল সদস্য রবিউল ইসলাম, গোলাম মুর্তজা খান পাখি, যুবদল নেতা কেজামাল, সাবেক ইউপি চেয়ারম্যান বিএনপি নেতা আতিকুর রহমান রুমান, কামরুজ্জামান তালুকদার হিরা,বিএনপি নেতা আজিজুল হক,মো: হেলাল,আলী আকাব্বর, ইউপি সদস্য ফারুক,ইউনিয়ন বিএনপি নেতা সুজা তালুকদার প্রমূখ।

সভায় বক্তাদের সাথে একমত পোষণ করে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের নি:শর্ত মুক্তির দাবি জানান।